টাঙ্গাইলের মধুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্স কারখানায় ডাকাতির ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে সাভারসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, মো. মামুন মেকার, মো. মাসুদ, সুরুজ আলী, মো. নাঈম, রাসেল, পিকআপ চালক কাজল ও রাশেদুল ইসলাম। তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক ডাকাতির মামলা রয়েছে।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গত ৫ মে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের খামারবাড়িসংলগ্ন কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। কারাখানা থেকে ২৫০ কেবি সাব স্টেশনের ট্রান্সফরমারসহ বিভিন্ন সরাঞ্জাম, তার, ব্যাটারি, এবো মিটারসহ সব মিলিয়ে ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠ করে। মামলার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা ও আশে পাশের এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিকআপ ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।