নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে নার্সিং শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে ব্যারিকেড সরিয়ে অবরোধ করেন। বুধবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ কর্মসূচীতে অংশ নেন নার্সিং শিক্ষার্থীরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ দেখা গেছে।
সকাল থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। দুপুর দেড়টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হলে শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তারা দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু কোনো ফলাফল না আসায় বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বুজিয়ে অবরোধ স্থগিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।