কাজ বন্ধ করলো এলাকাবাসী

ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে গেট নির্মানে অনিয়ম

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : : | প্রকাশ: ১৪ মে, ২০২৫, ০৪:৪৮ পিএম
ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে গেট নির্মানে অনিয়ম

নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী দর্শনীয় ওপর্যটকদের বিনোদন কেন্দ্র্র আলতাদিঘী জাতীয় উদ্যানের গেট নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গেট নির্মান কাজে ১৬ মিলিমিটার রডের স্থলে ১২ মিলিমিটার রড দিয়ে নির্মান কাজ করায় স্থানীয়রা ১৩ মে মঙ্গলবার আপত্তি তুললে এলাকার লোকের মধ্যে জানাজানি হলে এলাকাবাসী অনিয়মের কাজে বাধা প্রদান করে এবং অসংখ্য বিক্ষুব্ধ মানুষ অনিয়মে বাধা দিতে নির্মানাধীন গেটের নিকট জমায়েত হয়। একই প্যাকেজের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারিভা অটো আলতাদিঘীতে ২টি ঘাট, বসার বেঞ্চ ইত্যাদি কাজ করছে যার চুক্তিমূল্য ১ কোটি ৫৬ হাজার ৯৬২ টাকা।

স্থানীয় আব্দুস ছালাম অভিযোগ করেন ‘ ১৬ মিলিমিটার রডের পরিবর্তে ১২ মিলিমিটার রড দিয়ে ঠিকাদার কাজ করছেন। আমাদের ট্যাক্সের টাকায় নির্মানকাজের কেন অনিয়ম করবে? আমারা সঠিক কাজ চাই।’

স্থানীয় আবু সাইদ নামে একজন অভিযোগ করেন ‘রডের মিলিমিটার কমিয়ে দেওয়া ছাড়াও পাথরের পরিবর্তে ইটের খোয়া ঢালাই কাজে ব্যাবহার করেছে ঠিকাদার, যা নিয়ম বহির্ভূূত। কিছু বললে ঠিকাদারের লোক আমাদেরকে হুমকি দেয়।;

এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি মোঃ পরশের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘মিস্ত্রি কাজে ভূল করতে পারে, সেটার সমাধান আছে, কিন্ত কিছু প্রভাবশালী আমাদের কাজে সমস্যা করছে বলে উল্টো দোষ দেবার চেষ্টা করেন।’

আলতাদিঘী জাতীয় উদ্যানের কাজ দেখার দায়িত্বে নিয়োজিত কোম্পানি অ্যাকুম্যান আর্কিটেক্টস এর প্রকৌশলী মাহবুবুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ‘১৬ মিলিমিটার এর স্থলে ১২ মিলিমিটার রড ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছিল, সেটি খুলে ফেলা হয়েছে। এখন সমস্যা নেই। ’

পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে এম ফরহাদ জাহান বলেন, ‘সিডিউলে যেমন আছে তেমনই কাজ হবে। সিডিউলের বাইরে যাওয়ার সুযোগ নেই, ডিএফও স্যারের নির্দেশনা মোতাবেক এখানে আর কোন অনিয়ম বরদাস্ত করা হবে।"

বনবিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মতলেবুর রহমান বলেন, ‘ডিজাইন ও এস্টিমেটে যা আছে সেই অনুযায়ী কাজ করতে হবে এটি ঠিকাদারকে বলা হয়েছে, কাজের ত্রুটি হলে ঠিকাদারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় এলাকাবাসী, আমজনতা ও আলতাদিঘীর পর্যটকগণ সুষ্ঠভাবে যাবতীয় নির্মান কাজ সম্পন্ন করার দাবি জানান। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে