নওগাঁর ধামইরহাটে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও জাহানপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সুইজারল্যান্ডের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ১৪ মে বুধবার বেলা ১১ টায় উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়।
জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রাক বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার মন্ডল।
উক্ত সভায় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ওয়ার্ড সভার চাহিদা ও প্রস্তাবনা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত চাহিদা এবং উন্মুক্ত বাজেট সভা ও পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রস্তুতি নিয়ে আলোচনা ও মতামত বিশ্লেষন করা হয়। আগামী অর্থ বছরের ইউনিয়ন পরিষদের বাজেটে কিভাবে জলবায়ু সহনশীল পানি, বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্ধ বৃদ্ধি করা যায় সে নিয়ে আলোচনা করা হয় এবং সে বিষয়ে বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ ওয়াশেকুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সাদ্দাম হোসেন, গোফরইমপ্যাক্ট কর্মসূচীর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী, সিনিয়র অফিসার-জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট পারভীন সুলতানা, ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মোঃ বিপ্লব হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য,সদস্যাবৃন্দ ও পরিষদের স্টাফবৃন্দ।