মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে রিপন সিকদার (৩৮) নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। জখম রিপন সিকদার উপজেলার টেংগারচর ইউনিয়নের বিশদ্রোন ভাটেরচর গ্রামের আব্দুল হান্নান সিকদারের ছেলে।
বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে উল্লেখিত গ্রামে রিপন সিকদারের বসত বাড়ির সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ৪ জনের নাম অন্তভূক্ত করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিশদ্রোন ভাটেরচর গ্রামের আনোয়র ইসলাম গংদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে রিপন সিকদার ও তার পরিবারের লোকজনের। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে রিপন সিকদার তার কর্মস্থলে যাবার পথে তার বসত বাড়ির সামনে রাস্তায় প্রতিপক্ষ আনোয়ার ইসলামের নেতৃত্বে
তুহিন, তুষার ও রোজিনা পূর্ব পরিকল্পিত ভাবে একত্রিত হয়ে দা, লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে। হামলাকারীরা দা দিয়ে রিপন সিকদারের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করেন।পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আহত অবস্থায় রিপন সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যায়।
ভুক্তভোগী রিপন সিকদার বলেন, তারা আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে মাথায় কোপ দেয়। আমি তাদের বিচার চাই। বিষয়টি জানতে অভিযুক্ত আনোয়ার ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।