পার্বতীপুর উপজেলায় রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্প এর উদ্যোগে জি এগ্রো সলিউশনের ট্রেনিং সভাকক্ষে সবজির বড় ক্রেতাদের সাথে কৃষকদের বাজার সংযোগ সভা হয়। উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়ন করছে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)। সভায় পার্বতীপুর উপজেলার কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আলম মামুন, ফোকাল পারসন কৃষিবিদ মো আব্দুস সালাম, প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আউয়াল সরকার, প্রথম আলো পার্বতীপুর-সৈয়দপুর প্রতিনিধি এমআর আলম ঝন্টুসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, ফুলবাড়ি ও পার্বতীপুর থেকে আগত সবজি প্রক্রিয়াজাতকারী, বিটরুট পাউডার, ঢেঁকি ছাঁটা চাল,ভার্মি কম্পোস্ট, মুগ ডালের পাঁপড়, কুমড়া বড়ি এবং নিরাপদ সবজি উৎপাদনকারী নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের আওতাভূক্ত নারী উদ্যোক্তারা কিভাবে তাদের উৎপাদিত পণ্যের ব্রান্ডিং, মার্কেটিং ও বাজারজাত করবেন সেইসব বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। নারী উদ্যোক্তারা যেন সামাজিক বিপর্যয় পেরিয়ে অর্থনৈতিক ভাবে সাবলম্বী হয়। দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে সে বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা হয়। উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় কোন প্রতিবন্ধকতা না থাকে সেজন্য উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা লাইসেন্স এর আওতাভুক্ত করার আশ্বাস প্রদান করেন।