চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ১৪ মে, ২০২৫, ০৭:২৫ পিএম
চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের ডবলমুরিং মোড় এলাকা থেকে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও ধর্ষণ মামলার আসামি সন্ত্রাসী দিদারুল আলম দিদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।  সে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী করে আসছিল। বুধবার র‌্যাব-৭ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী  দিদার চট্টগ্রামের অন্যতম চোরাই সিন্ডিকেট ‘আজগর গ্যাং’-এর সক্রিয় সদস্য। গত ১৭ বছরে তার আপন ভাই, ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড যুবলীগ ক্যাডার আলমগীরের সহায়তায় চাঁদাবাজি, ছিনতাইসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২০ মার্চ এই চক্রের অন্যতম হোতা আজগরও যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন।

এই বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান, “গ্রেফতারকৃতের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা রয়েছে। আমরা আইনানুযায়ী তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করবো।” প্রসঙ্গত, মূলত যেই দলই ক্ষমতায় আসে, দলের নাম ভাঙিয়ে এসব অপকর্ম করে দিদার ও তার সহযোগীরা। এই গ্যাংয়ের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে