সিলেট থেকে হজ্ব ফ্লাইটে ৪১৮ জন যাত্রী মদিনার উদ্দেশ্যে যাত্রা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) :
| আপডেট: ১৫ মে, ২০২৫, ১১:৪৬ এএম | প্রকাশ: ১৪ মে, ২০২৫, ০৭:৫৩ পিএম
সিলেট থেকে হজ্ব ফ্লাইটে ৪১৮ জন যাত্রী মদিনার উদ্দেশ্যে যাত্রা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন  হজ্বযাত্রী নিয়ে ২০২৫ সালের হজ মৌসুমের প্রথম সরাসরি ফ্লাইট সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করেছে। বুধবার (১৪ মে) বিকেল ৫টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

ফ্লাইট যাত্রার আগে বিমানবন্দরে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার। এতে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম এবং সিলেট বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ।

শাহনেওয়াজ মজুমদার জানান, এ বছর সিলেট থেকে পাঁচটি  হজ্ব  ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ফ্লাইটটি সরাসরি মদিনায় গেছে। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।

এ বছর সিলেট অঞ্চল থেকে মোট ২,৬৩৯ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে ২,০৯৫ জন সরাসরি সিলেট থেকে হজ ফ্লাইটে যাবেন, বাকিরা ঢাকা থেকে যাত্রা করবেন।

‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন করা সম্ভব হলেও, সিলেট থেকে যাত্রাকারী হজযাত্রীদের সৌদি ইমিগ্রেশন সম্পন্ন হবে সৌদি আরবের বিমানবন্দরে।

হজযাত্রীদের নিবন্ধন ও অন্যান্য কার্যক্রমে সিলেটের ১৫টি ট্রাভেল এজেন্সি সক্রিয়ভাবে কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য এজেন্সি হলো লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, এলাইট ট্রাভেলস এবং আল ইহসান ট্রাভেলস।

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হওয়ায় স্থানীয় হজযাত্রীদের যাত্রা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হয়েছে। এটি সিলেটবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে