স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশে ও জাতির সেবায় গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ স্বরণীর ইকবাল কুটিরে আলোচন সভায় সংগঠনের সভাপতি ও ডেইলি ভয়েজ অফ এশিয়ার স্টাফ রিপোর্টার (গাজীপুর) এম এ ফিরোজ লাভলুর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক গণমানুষের আওয়াজের গাজীপুর প্রতিনিধি আব্দুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক কণ্ঠাবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জানে-এ-আলম, দৈনিক সকালে সময় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আবিদ হেসেন বুলবুল, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বিভাগীয় সম্পাদক কফিল মাহমুদ, দৈনিক ঢাকার ডাক পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি এমডি মনিরুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আসুন আমরা সকলে মিলে পেশাজীবী সাংবাদিক সংগঠন করি। যাতে করে সাংবাদিক হিসেবে সবার কাছে পরিচয় দিতে পারি এবং কাজ করতে পারি। গাজীপুরে অনেক সংগঠন হয়েছে কিন্তু কার্যকলাপ নাই, তাই আমরা এই সংগঠনের মাধ্যমে কিছু করে দেখাতে চাই। আমাদের লেখনি শক্তি দিয়ে প্রমাণ করতে চাই আমরা এই সাংবাদিক। আমাদের আহ্বান আপনারা সকলে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।
আরও উপস্থিত ছিলেন, সাপ্তাহিক সারাজাহান পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রাকিব হোসেন, দৈনিক আজকের বাংলা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি গোলাম রসুল দিনার, দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাসির উদ্দিন, দৈনিক স্বাধীন মত পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক বাংলাদেশ পরিক্রমা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল হাকিম, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার কাশিমপুর প্রতিনিধি মোঃ কাজল, রাখাল, কাজল সরদার প্রমুখ।
সভা শেষে মোনাজাত করে দুপুরের তোবারকের মধ্যে দিয়ে আলোচন সভা সমাপ্ত করা হয়।