কুড়িগ্রামে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ সহযোগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০২:৪৬ পিএম
কুড়িগ্রামে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ সহযোগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে যুব-কিশোরী স্বেচ্ছাসেবকদের দুর্যোগ সহযোগী প্রশিক্ষণ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) কুড়িগ্রাম টেরেডেস হোমস ট্রেনিং সেন্টারের লাইট হাউজ এর আয়োজনে ফ্রি প্রেস আনলিমিটেডের অর্থায়নে এম্পায়ারিং কমিউনিটিস ফর ইনক্লুসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স এ সিএসও মিডিয়া পার্টনার টু সেফটি অফ ওমেন গার্লস প্রকল্পের উদ্যোগে কুড়িগ্রাম জেলার ৫ উপজেলার স্বেচ্ছাসেবকদের দুর্যোগ সহযোগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় লাইট হাউজ এর প্রধান নির্বাহী মো. হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন ও মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম, লাইট হাউসের নারী বিষয়ক উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক অর্থ সম্পাদক ও লাইট হাউজ এর ফোকাল পারসন মো. জাকির হুসাইন, প্রকল্প ব্যস্থাপক মনিরুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম। বক্তারা দুর্যোগকালীন সময়ে কিভাবে দুর্যোগ মোকাবেলা করা যায় সেই বিষয়ে স্বেচ্ছাসেবকদের পরামর্শ প্রদান করেন। এর আগে স্বেচ্ছাসেবকদের মাঝে লাইট হাউজ এর পক্ষ থেকে ব্যাগ বিতরণ করা হয়। পরে ৫জন ফেলোসশিপ পাওয়া সাংবাদিকদেরকে সেচ্ছাসেবকদের সঙ্গে পরিচয় করে দেন অতিথিবৃন্দ। 

উক্ত কর্মশালায় জেলার রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিপুর উপজেলাসহ মোট ৭০ জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে