রাজশাহী নার্সিং কলেজে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৩:০৫ পিএম
রাজশাহী নার্সিং কলেজে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজশাহী নার্সিং কলেজে হামলা, পাল্টা হামলা ও মারধোরের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ আজাদুল হক আজাদ, সদস্য সচিব সহকারী পরিচালক ডাঃ আবু তালেহ, সদস্য হিসেবে ডাঃ মনোয়ার তারিক সাবু, ডাঃ মোরশেদ জামান মিয়া এবং বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর ৩জন প্রতিনিধি। এদিকে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালে কর্মরত নার্স ও স্টাফরা। ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে নার্সরা দাবি করেন, গত ১৩ মে মঙ্গলবার রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা। পরিকল্পিতভাবে ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী ও হাসপাতালের স্টাফদের উপর ন্যাক্কারজনক হামলা করে। মানববন্ধনকারীরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। গত বুধবার একই ঘটনাকে কেন্দ্র করে ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী ও হাসপাতালের স্টাফদের দায়ী করে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা। উল্লেখ্য, বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীদের ৪ দফা দাবির চলমান আন্দোলন নিয়ে গত মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিং ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন স্টাফ। সেখানে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা তাদের সাথে অশোভন আচরণ করেন। এর জেরে দুপক্ষের হামলা, পাল্টা হামলা ও মারধোরে ১০ জন আহত হয়।
আপনার জেলার সংবাদ পড়তে