নওগাঁর ধামইরহাটে জনগণের প্রত্যাশার বাজার ঘোষণার অঙ্গিকার করেছেন খেলনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী। ওয়ার্ড পর্যায়ে অনুষ্ঠিত ওয়ার্ড সভার প্রতিবেদনের ভিত্তিতে জনগণের প্রয়োজনকে প্রাধান্য রেখে প্রাক বাজেট-সভায় এই ঘোষনা প্রদান করেন তিনি। ১৫ মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় খেলনা ইউনিয়ন পরিষদে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও ইউপির যৌথ আয়োজনে সুইজারল্যান্ডের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে প্রাক-বাজেট সভায় সভাপতিত্বে করেন ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী।
প্রাক বাজেট সভা পরিচালনা করেন ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক। এ সময় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ওয়ার্ড সভার চাহিদা ও প্রস্তাবনা সমূহ নিয়ে আলোচনায় অংশ নেন
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি মোঃ এরশাদ আলী, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি মোঃ রুহুল আমীন, গোফরইমপ্যাক্ট কর্মসূচীর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী, সিনিয়র অফিসার (আই ডাব্লিউ আর এম) গিতা মিস্ত্রী, ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মোঃ ওসমান আলী প্রমুখ।