চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের কনটেইনার আনা-নেওয়া বন্ধ

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৬:৩৮ পিএম
চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের কনটেইনার আনা-নেওয়া বন্ধ

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের কনটেইনার আনা নেয়া বন্ধ করে রেখেছে শ্রমিকরা। যার  ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং এক চালককে পুলিশের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের ওই কর্মবিরতি পালন করছে প্রাইম মুভার, ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম্প ট্রাক শ্রমিকরা। এতে করে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে বন্দর সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে তাদের ওই কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের অভিযোগ, মঙ্গলবার রাতে আগ্রাবাদে ছুরিকাহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য একটি প্রাইম মুভার গাড়ি থামায় পুলিশ। এত বড় গাড়িতে রোগী পরিবহন সম্ভব না জানালে ক্ষিপ্ত হয়ে ডবলমুরিং থানার ওসিসহ আরও কয়েকজন পুলিশ সদস্য সংগঠনের সভাপতি সেলিম খান, চালক দেলোয়ার ও ফয়সালকে মারধর করে। এর প্রতিবাদেই সংগঠনটির পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়।

সংগঠনটির নেতাকর্মীদের আরো অভিযোগ করে  বলেন, আমরা কাঙ্খিত আশ্বাস পেলেই কর্মবিরতি প্রত্যাহার করে নেব। আমরা পুলিশের হামলার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই। উল্লেখ্য, দেশের আমদানি-রপ্তানি পণ্যের ৯৯ শতাংশ কনটেইনারের মাধ্যমে পরিবহণ হয়। চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭ হাজার প্রাইম মুভার কনটেইনার পরিবহণে কাজ করে। দেশব্যাপী প্রায় ১৫ হাজার প্রাইম মুভার গাড়ি কনটেইনার পরিবহনে পুরোপুরি সক্রিয়।

আপনার জেলার সংবাদ পড়তে