রাজশাহীর দুর্গাপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়া বেকারি পণ্য কেক, জুস ও অনুমোদনহীন তরল জিংসিন সিরাপ সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠান মালিকের জরিমানা। ১৫ মে বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলার সদর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান পরিচালনা হয়।
অভিযানে উপজেলা মোড়ের মেসার্স হাসিবুল ইন্টারপ্রাইজকে মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়া বেকারি পণ্য কেক, জুস ও অনুমোদনহীন তরল জিংসিন সিরাপ সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন রাজশাহী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক বিপুল বিশ্বাস।
তিনি উপস্থিত সংবাদকর্মীর জানান, মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়া পণ্য বিক্রয়, অনুমোদনহীন জিংসিন সিরাপ সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যাত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (ক) এর ৩৭ ধারায় ৫ হাজার এবং (খ) এর ৫১ ধারায় ৫ হাজার মোট ১০ হাজার টাকা মেসার্স হাসিবুল এন্টারপ্রাইজ কে জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আবুল খায়ের মোহাম্মাদ সামছুদ্দিন, দুর্গাপুর উপজেলা প্রানী সম্পদ অফিসের নজরুল ইসলাম ও দুর্গাপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।