দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস এর উপস্থিতিতে দিঘলিয়া উপজেলার পানিগাতী সাগরিয়া, নাককাটি ও দোহার খালে জাল পাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার দিঘলিয়া স্নিগ্ধা খাঁ বাবলী। এ সময় আরো ছিলেন উপজেলা মেরিন ফিশারীজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস, দিঘলিয়া পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, উপজেলা মৎস্য দপ্তরের সার্ভিস প্রভাইডার পাভেল শেখ, দিঘলিয়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাতুল হোসেন, দিঘলিয়া চিংড়ি চাষি ক্লাস্টার-১ এর সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, পানিগাতী গ্রামের বিশিষ্ট মৎস্য চাষি শেখ আবুল বাসার। উপজেলা আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন ও শরীফ শিকদার, হাজীগ্রাম বেলেঘাট যুব উন্নয়ন সংস্থার সদস্য মোঃ কামরান, মোঃ ইমন ও মোঃ হৃদয়, পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের সদস্য সৈয়দ শাহজাহান আলী, মোঃ শফিকুল, দিঘলিয়া থানার পুলিশ সদস্য মোঃ সোহেল ফকির ও মোঃ বাবুল মিয়া। এ অভিযানে উদ্ধারকৃত জাল পাটা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপস্থিত মৎস্য চাষিরা বলেন এলাকার একটা স্বার্থান্বেষী মহলের খালের ভেতরে জাল পাটা বসানোর কারণে একদিকে যেমন খালের স্বাভাবিক স্রোত বাধাগ্রস্থ হয়ে পানির নব্যতা কমে যাচ্ছে অপরদিকে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মাছ চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানান।