অ্যাপলকে দিলেন যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরামর্শ

ভারতে অ্যাপলের উৎপাদন বন্ধ চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৭:২২ পিএম
ভারতে অ্যাপলের উৎপাদন বন্ধ চান ট্রাম্প
অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলকে ভারতে পণ্য উৎপাদন না করার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, অ্যাপল প্রধান নির্বাহী টিম কুককে তিনি স্পষ্ট করে বলেছেন—তিনি চান না কোম্পানিটি ভারতে উৎপাদন সম্প্রসারণ করুক।

বৃহস্পতিবার (১৫ মে) ট্রাম্প এক বক্তব্যে বলেন, “টিম কুককে বলেছি, ‘বন্ধু, আমরা তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছি। পাঁচশ বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে এসেছো, কিন্তু শুনছি তুমি ভারতের সর্বত্র কারখানা তৈরি করছো। আমি চাই না তুমি ভারতে কিছু তৈরি করো।’”

অ্যাপল সম্প্রতি ভারতে উৎপাদন জোরদার করেছে। আগামী কয়েক বছরে বৈশ্বিকভাবে উৎপাদিত আইফোনের প্রায় ২৫ শতাংশ ভারতে তৈরি করার পরিকল্পনা করেছে তারা। বর্তমানে অ্যাপলের প্রায় ৯০ শতাংশ আইফোন চীনে তৈরি হয়।

ট্রাম্প অভিযোগ করেন, অ্যাপল বহু বছর চীনে উৎপাদন চালিয়ে আসছে, এখন সময় এসেছে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার। “আমরা চাই অ্যাপল আমাদের দেশেই পণ্য তৈরি করুক,”—বলেন তিনি।

এছাড়াও ট্রাম্প অভিযোগ করেন, ভারত বিশ্বের অন্যতম শীর্ষ শুল্কারোপকারী দেশ। তবে সাম্প্রতিক আলোচনায় দেশটি যুক্তরাষ্ট্রের জন্য শুল্কহীন বাণিজ্যের প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, অ্যাপলের প্রধান উৎপাদন সহযোগী ফক্সকন সম্প্রতি ভারতের এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা তৈরির অনুমোদন পেয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপল যদি যুক্তরাষ্ট্রে আইফোন তৈরি করে, তাহলে একেকটি ফোনের দাম ১,৫০০ থেকে ৩,৫০০ ডলারে পৌঁছাতে পারে। সূত্র: সিএনবিসি