বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৩ এএম
বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এক আ়লোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব  করেন বরগুনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জে়লা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ইবরাহিম খলিল। বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল মালেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা  জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্বা এজেড এম সালেহ ফারুক জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান,ছাত্র প্রতিনিধি দুলাল হোসেন। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, বিদ্যালয় গুলোতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আলোচনা করে সচেতনতা গড়ে তুলতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে