কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ আকবর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৮:০৭ পিএম
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ আকবর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ আকবর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১ টায় মহৎপুর ঈদগাহ ময়দানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের উপস্থিতিতে ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। একই স্থানে বাদজোহর জানাজা শেষে মহৎপুর সরকারি গোরস্থানে মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ আকবর আলীর দাফন সম্পন্ন হযেছে। 

এ সময় কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ইউপি সদস্য শেখ শাহিদুর রহমান বাবু, আবু মুসা, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার শেখ ওজিয়ার রহমান, সাবেক অর্থ কমান্ডার শেখ আব্দুর রউফসহ বীর মুক্তিযোদ্ধা, সুধীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

পরিবারের সদস্যরা জানান, স্ট্রোকজনিত কারণে গত ১৩ মে সকালে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুলিয়া দুর্গাপুর গ্রামের মৃত শেখ ওসিমউদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ আকবর আলী (৭৮) কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে থাকা অবস্থায় ১৪ মে (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা শেখ আকবর আলী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের অধীনে ভারতে প্রশিক্ষণ শেষে যুদ্ধকালীন কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামান এর নেতৃত্বে  কালিগঞ্জের দুদলি ও দেবহাটার টাউনশ্রীপুরসহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে