পিরোজপুরে সড়কে শৃঙ্খলা আনা ও বাস ভাড়া কমানোর দাবী

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ১৬ মে, ২০২৫, ০২:৫৪ পিএম | প্রকাশ: ১৬ মে, ২০২৫, ০২:৫৪ পিএম
পিরোজপুরে সড়কে শৃঙ্খলা আনা ও বাস ভাড়া কমানোর দাবী

পিরোজপুর শহরের যানজট দূরীকরণ, সড়কে দুর্ঘটনা কমানো এবং সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকরের দাবি করেছে পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতি। গতকাল শুক্রবার সকাল ১১ টায় পিরোজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির আহ্বায়ক মাইনুল আহসান মুন্না অভিযোগ করেন, পিরোজপুর থেকে ঢাকাগামী এবং অন্যান্য দূরপাল্লার বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এছাড়া পিরোজপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহন অত্যাধিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হন এবং দুর্ঘটনায় প্রায়ই প্রাণহানির ঘটনাও ঘটে। ওইসব যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনার দাবীসহ সব রুটের বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক নির্ধারনেরও দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে। ওইসব দাবী সম্বলিত স্মারকলিপি পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অন্যান্যের মধ্যে সমিতির উপদেষ্টা মো. ফিরোজ খান, সমিতির সদস্য সচিব হাছিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক খালিদ আবু প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে