শিল্প উপদেষ্টার ঘটনাস্থল পরিদর্শন

শ্রীনগর বাজারে অগ্নিকান্ড-শতাধিক দোকান পুড়ে ছাই

এফএনএস (মোঃ শাহ আলম ইসলাম (নিতুল); শ্রীনগর, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৬ মে, ২০২৫, ০৪:০১ পিএম
শ্রীনগর বাজারে অগ্নিকান্ড-শতাধিক দোকান পুড়ে ছাই

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। এতে ৩০ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন বিভিন্ন ক্ষতিগ্রস্থ দোকানের মালিকরা। 

প্রত্যক্ষ্যদর্শিরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বিশাল ও প্রচীন এ বাজারের কাপড় পট্টি,বানিয়া পট্টি,মুরগী পট্টিতে ফল পট্টি মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।প্রথমে স্থানীয় লোকজন ও পরে  খবর পেয়ে প্রথমে শ্রীনগর লৌহজং সিরাজদিখান এবং মুন্সীগঞ্জ ফায়ার ষ্টেশন ৪টি ইউনিটের ৩ ঘন্টারে চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ।

শ্রীনগর ফায়র সার্ভিসের ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান,ভোর ৫টায় সম্পুর্ণ আগুন নেভানো সম্ভব হয়েছে । অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি তদন্ত চলছে। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা  শাকিল আহম্মেদ জানান প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে কাপড় পট্টি এলাকায় প্রথমে আগুন লাগে।পরে তা পাশ্ববর্তী গলিতে ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অগ্নিকান্ডের ঘটনা স্থল পরিদর্শন শেষে  উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান,দূয়োগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে, ফায়র সার্ভিসের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরুপন করে  সরকারের তরফ হতে প্রশাসনের মাধ্যমে সহায়তার  দেয়া  হবে। 

এছাড়া বি এন,পি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, শ্রীনগর থানা বি,এন,পি’র সাবেক  সভাপতি মোমিন আলী ঘটসাস্থল  পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জানান এবং  সহায়তার আশ্বাস দেন।

আপনার জেলার সংবাদ পড়তে