বইপড়া কর্মসূচি : বরিশালে পুরস্কার পেল ২৪১১ শিক্ষার্থী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ মে, ২০২৫, ০৪:১৭ পিএম
বইপড়া কর্মসূচি : বরিশালে পুরস্কার পেল ২৪১১ শিক্ষার্থী

বইপড়া কর্মসূচিতে কৃতিত্বের জন্য মহানগরের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন। শুক্রবার (১৬ মে) নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে গ্রামীণফোনের সহযোগিতায় দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসবে ৩৬টি স্কুলের  ২ হাজার ৪১১ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 

পুরস্কার বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব খন্দকার মো. আসাদুজ্জামান, বরিশালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন যুগ্ম সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার মো. হারুনুর রশীদ, ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক গাব্রিয়েল গাইন, গ্রামীণফোন লিমিটেডের বরিশাল বিভাগের সার্কেল হেড সানুয়ার হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

আপনার জেলার সংবাদ পড়তে