শেরপুরে সজারু উদ্ধার, বনে অবমুক্ত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ১৭ মে, ২০২৫, ০২:৫৪ পিএম | প্রকাশ: ১৬ মে, ২০২৫, ০৭:১৪ পিএম
শেরপুরে সজারু উদ্ধার, বনে অবমুক্ত

শেরপুরে লোকালয় থেকে একটি সজারু উদ্ধার করে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকায় বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে নালিতাবাড়ীর পোড়াগাও ইউনিয়নের উত্তর কাটাবাড়ি এলাকা থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, সজারু ছানাটি তার মায়ের সঙ্গে খাদ্যের সন্ধানে এসেছিল। এসময় এলাকার কিছু কুকুরের তাড়া খেয়ে ছানাটি আতঙ্কে স্থানীয় বাসিন্দা ক্লিন ম্রংয়ের বাড়িতে আশ্রয় নেয়। ক্লিন ম্রং সজারু ছানাটিকে সযত্নে খাওয়ান ও লালন-পালন করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বিট কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

বাতকুচি বিট কর্মকর্তা মো. আজহারুল ইসলামের তত্ত্বাবধানে এবং মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীর নেতৃত্বে একটি দল ছানাটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের উদ্যোগে ছানাটি নিরাপদভাবে প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে