গফরগাঁওয়ে দুই প্রখ্যাত আলেমের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা-কর্মীরা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ মে, ২০২৫, ০৭:৩৭ পিএম
গফরগাঁওয়ে দুই প্রখ্যাত আলেমের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা-কর্মীরা

উপমহাদেশের দুই প্রখ্যাত আলেম ইসলামী মনীষা মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ:) এবং সাংবাদিক, সাহিত্যিক, অনুবাদক, ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা ও মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান (রহ:)-এর কবর জিয়ারত করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার (১৬ মে) বাদ জুম্মা গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ গ্রামে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে নিয়ে এই কবর জিয়ারতে অংশ নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ আল-ফাতাহ খান এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন। এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ ফখরুল হাসান, মোঃ শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম, আবু সায়েম, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম চমকসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা।

প্রথমে বিএনপির নেতৃবৃন্দ পাঁচবাগ গ্রামে উপমহাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব, কওমি আন্দোলনের পথিকৃৎ মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ:)-এর কবরে উপস্থিত হয়ে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে চরশাঁখচূড়া গ্রামে আনসার নগরে শায়িত ইসলামী সাহিত্য ও চিন্তার উজ্জ্বল প্রতীক মাওলানা মুহিউদ্দিন খান (রহ:)-এর কবর জিয়ারত করেন। এছাড়াও বিকেলে চরশাঁখচূড়া গ্রামে নিহত পৌর ছাত্রদল নেতা ইবনে আজাদ কমলের কবর জিয়ারত করেন তারা।

এসময় বিএনপি নেতারা বলেন, “এই দুই আলেম শুধু ধর্মীয় অঙ্গনে নয়, জাতির চিন্তা-চেতনায় আলোর দিশারি হিসেবে কাজ করেছেন। তাঁদের জীবনাদর্শ আমাদের রাজনীতিতে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও জনকল্যাণের শক্ত ভিত গড়ে দেয়।”

কবর জিয়ারতের সময় দেশ ও জাতির কল্যাণ, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং গুম-খুন-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

জেলা নেতৃবৃন্দের এই সফরে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

স্থানীয় পর্যায়ে এই কর্মসূচি প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে ধর্মীয় মূল্যবোধ ও রাজনৈতিক দায়িত্ববোধের বিরল সমন্বয় হিসেবে দেখছেন।

আপনার জেলার সংবাদ পড়তে