গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় চাপাত আকবরিয়া দাখিল মাদ্রাসা মাঠে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ওবায়দুল্লাহ'র সভাপতিত্বে ও দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাজীপুর জেলার নায়েবে আমীর জনাব সেফাউল হক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর ফরহাদ হোসেন মোল্লা।
সম্মেলনে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবুল ফাত্তাহ, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আঃ আজিজ, দূর্গাপুর ইউনিয়নের আমীর এস এম আকরাম হোসেন, জামায়াত নেতা মাওলানা ইসমাইল পাঠান, মামুনুর রশীদ প্রমূখ।