দিনাজপুরের নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আন্ত:স্কুল মানসাঙ্ক (গণিত) ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বড় মাগুরার প্লাস পয়েন্ট মডেল স্কুল মাঠে স্কুলের আয়োজনে এই আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের পরিচালক এ.টি.এম আখতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল আলম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান, শিক্ষক শাজাহান সিদ্দিকী, অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ নবাব আলী ও সাংবাদিক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী প্রমুখ। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।