বিএনপি নেত্রীর বাসায় হামলার ঘটনায় মামলা

এফএনএস | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৩:৩৪ পিএম
বিএনপি নেত্রীর বাসায় হামলার ঘটনায় মামলা

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের বাসায় গভীর রাতে হামলার ঘটনায় শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিএনপি নেত্রী বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। 

শনিবার সকালে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, পুরো বিষয়টির তদন্ত করে দ্রুত হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন বলেন, গত ১৫ মে দিবাগত রাতে আমি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী দেখতে যাই। তখন আমার বাসার পাশের লোকজন আমাকে ফোন করে জানায় ১০/১২ জন দুর্বৃত্তরা বাসায় হামলা চালিয়েছে। তবে হেলমেট ও মাক্স পরা থাকায় হামলাকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি।


আপনার জেলার সংবাদ পড়তে