রাজশাহীর মোহনপুরে অটোরিকশায় অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করছিলেন মাদক কারবারি। এ সময় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৭ মে) দুপুরে র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (১৬ মে) বিকেলে মোহনপুর থানার বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন, রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডামালা এলাকার মৃত নাইমুল হকের ছেলে মো. সেলিম (২৩) ও মহানগরীর হাজরাপুকুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে মো. শুকুর আলী (৩২)। র্যাব জানায়, মোহনপুর বাজারস্থ পাঁকা রাস্তার ধারে কতিপয় মাদক কারবারি অটোরিকশা অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারিভাবে বিক্রয় করছিল। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এ সময় র্যাব-৫, সিপিএসসির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে দু’জন মাদক কারবারিকে তাদের দখলে থাকা একটি অটোরিকশাসহ গ্রেফতার করে। পরবর্তীতে অটোরিকশার সিটের নিচে থাকা বক্স তল্লাশি করে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আরও পড়ুন গাইবান্ধায় হ্যাকারের বাড়িতে অভিযান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ র্যাব আরও জানায়, ওই দুই আসামি এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোহনপুর থানার বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবীদের কাছে খুচরা পুরিয়া বা পাইকারিভাবেও বিক্রি করে আসছিল। র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে র্যাবের অগ্রণী ভূমিকা পালন অব্যাহত থাকবে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।