ভালুকায় বিনিয়োগ উন্নয়ন ও ওএসএস প্লাটফর্মে ট্রেড লাইসেন্স সেবা অন্তর্ভুক্তিকরণ” শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শনিবার সকালে ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সহযোগিতায় ছিল ভালুকা উপজেলা প্রশাসন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন বিনিয়োগকারীদের জন্য ট্রেড লাইসেন্স সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ওএসএস এর মাধ্যমে লাইসেন্স প্রক্রিয়ার উন্নয়ন ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য সমপ্রসারণে সহায়ক হবে এবং উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন। বর্তমানে ভালুকাতে ৩২৫টি বেশী ক্ষুদ্র ও মাঝারী ও ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যেখানে প্রায় চার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এখানকার শিল্প সম্প্রসারণ ও যৌথদেশী ও বিদেশী বিনিযোগের জন্য রয়েছে বিশাল সম্ভাবনা।ি তনি স্থানীয় উদ্যোগক্তাদের আরও সক্রিয় হওয়ার আহবান জানান। বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি,সাংবাদিক,ও জনপ্রতিনিধিগন। সঞ্চালনা করেন বিডার ময়মনসিংহ বিভাগের উপ পরিচালক জাহাঙ্গীর আলম।