চাটমোহরে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়া নিহত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৪:৪৬ পিএম
চাটমোহরে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়া নিহত

পাবনার চাটমোহরে গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে ফজলুল হক (৫২) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার লাউতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি একই উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,লাউতিয়া গ্রামের অতুল নামের এক ব্যক্তির দুটি গাছ কেনেন এক ব্যাপারী। শুক্রবার দুপুরে সেই গাছ কাটতে যান ফজলুল হকসহ আরো কয়েকজন। দুপুর সাড়ে ১টার দিকে গাছে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে মাথায় আঘাত পান ফজলুল হক। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,ফজলুল হক নামের এক কাঠুরিয়া গাছ থেকে পড়ে মারা যান। পরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে