মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী সেলিনা বেগম ( ৩৫ ) কে কুপিয়ে হত্যা করেছে স্বামী।হত্যার দায়ে স্বামীকে আটক করা হয়েছে।নিহত সেলিনা বেগম আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের মোস্তফা হাওলাদারের কণ্যা।
পুলিশ জানায় , গতকাল শুক্রবার দিবাগত রাত ১০ টায় দেওয়ানকান্দি গ্রামে মর্মান্তিক এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। বেশ কিছুদিন যাবৎ স্বামী - স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।গতকাল দিবাগত রাতে নিহত সেলিনা বেগমের সাথে স্বামী সুজন মোল্লার ঝগড়া হয়।একপর্যায় অটোরিকসা চালক স্বামী সুজন মোল্লা স্ত্রীকে প্রহার করলে সেলিনা বেগম ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে।আসামী সুজন স্ত্রীর পিছু নিয়ে পাশ্ববর্তী বাবুল মোল্লার ঘরের সামনে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেলিনা বেগমের মৃত দেহ উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম সাইফুল আলম জানান আসামী নিজে কীটনাশক পান করে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়।পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত দেড় টায় টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে আসামী সুজন মোল্লাকে গ্রেফতার করে । আসামী সুজন মোল্লা সদর উপজেলার বকুলতলা গ্রামের মোঃ হোসেন মোল্লার পুত্র।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে।নিহত সেলিনা বেগমের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছে।