দুর্গাপুরে জমি নিয়ে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ৫

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৬:৫৯ পিএম
দুর্গাপুরে জমি নিয়ে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ৫

রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৮) নামের এক যুবক নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহার নামীয় ৫ আসামিকে আটক করেছে পুলিশ ।

আটকৃতরা হলেন, আবুল হোসেন (৫০) নূরইসলাম (৩৫) ,ওয়াজেদ (৫৫) ,শাহীন (২৩) ও নিজাম (৪২) তারা উপজেলার হোজা অনন্তকান্দি এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৫ মে রাতে নিহত হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বুধবার বিকেলে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় হাসিবুর রহমান নিহত হন। আহত হয় আরও ১১ জন।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হাসিবুরের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে ৫ জনকে আটক করা হয়। থানায় আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের আটক করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পাঁচ ভাইয়ের জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে দু-পক্ষের মধ্যে গ্রুপে বিভক্ত হয়। সালিশের পরের দিন কথা-কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে হক মাস্টার ও হান্নান গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়। আহতদের মধ্যে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুরের মৃত্যু হয়। মামলার পরে ৫ জনকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে