রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও অর্থ প্রদান

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৭:০২ পিএম
রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও অর্থ প্রদান

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩ বান্ডিল ঢেউটিন ও ৯হাজার টাকা প্রদান করেছেন । শনিবার(১৭মে) বিকালে রাজারহাট  উপজেলা প্রশাসনের সহযোগিতায়  ছিনাই ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আমজাদ হোসেনের বাড়ি নির্মাণের জন্য ৩ বান্ডিল ঢেউটিন ও  ৯ হাজার টাকা চেক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আশাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কফিল উদ্দিন। উল্লেখ্য গত ২৪ এপ্রিল উক্ত আমজাদ হোসেনের  বাড়ি ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ভস্মিভূত হয়। এরপর থেকে ওই পরিবারটি খোলা আকাশের নীচে দিনাতিপাত করেছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে