চাঁদাবাজ উজ্জ্বল মিয়ার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৭:২৩ পিএম
চাঁদাবাজ উজ্জ্বল মিয়ার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদাবাজ উজ্জল মিয়ার গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় গ্রামবাসী। শনিবার দুপুরে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করে আসছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বক্তারা বলেন,আমরা তার থেকে মুক্তি চাই। তার গ্রেপ্তার ও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত না হলে এলাকায় শান্তি ফিরবে না। এ সময় নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ ব্যানার হাতে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে