শেরপুরে সিএনজির সিটের নিচে ২৪৮ লিটার মদ, আটক ১

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৭:৩২ পিএম
শেরপুরে সিএনজির সিটের নিচে ২৪৮ লিটার মদ, আটক ১

 বগুড়ার শেরপুরে ২৪৮ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। এই ঘটনায় আরও তিনজন সহযোগী পলাতক রয়েছে। 

গ্রেফতারকৃত মোঃ সেলিম মৃধা (৫৭) বগুড়া সদর থানার চারমাথা শৈল্যালপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে তাকে শেরপুরের ঢাকা বগুড়া মহাসড়কের পাশে সিটি ব্যাংকের সামনে থেকে ৫১৪ বোতল চোলাই মদসহ আটক করা হয়। 

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শেরপুরের ঢাকা বগুড়া মহাসড়কের পাশে সিটি ব্যাংকের সামনে চেক পোস্ট বসানো হয়। পুলিশ সিএনজি অটোরিকশাটি থামালে গাড়িতে থাকা যাত্রীরা পালিয়ে যান। গাড়ির চালক মোঃ সেলিম মৃধা (৫৭) ঘটনা-’লেই আটক হন। পরবর্তীতে সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে সিটের নিচে পুলিশ ৬টি প্লাস্টিকের বস্তায় মোট ৫১৪ বোতল চোলাই মদ উদ্ধার করে, যার পরিমাণ প্রায় ২৪৮ লিটার। এই ঘটনায় মদের বোতল ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার  করেছেন। এর আগে ২০১২ সালে তিনি বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে একটি মামলায় অভিযুক্ত ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালাতক তিন জনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তারা হলেন বগুড়া সদরের হরিজন কলোনীর বাসিন্দা রাজিব চন্দ্র (৩২) ও সুজন (৩৫) এবং শেরপুর উপজেলার রামচন্দ্রপুরপাড়ার সুইপাড় কলোনীর বাসিন্দা হৃদয় বাঁশফোড় (৩০)। তাদের সকলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত সেলিম মৃধাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি পালাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে