মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৭:৪১ পিএম
মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুন লাগার ঘটনাটি ফায়ার সার্ভিস জানতে পারে। এরপর নিয়ন্ত্রনে ঘটনাস্থলে যায়। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মতিঝিলের একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির হোল্ডিং নম্বর ২১। শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের খবর পাই আমরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে