দিঘলিয়ায় সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন

দিঘলিয়া উপজেলার যানবাহনসহ পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৭:৫১ পিএম
দিঘলিয়া উপজেলার যানবাহনসহ পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ও তেরোখাদা উপজেলার কিছু অংশে ৪০ কিমি দীর্ঘ একটি পাকা সড়ক রয়েছে যা খুলনা সরক ও জনপথ (সওজ) বিভাগ নিয়ন্ত্রিত। উক্ত রাস্তাটি হলো দিঘলিয়ার নগরঘাট-বারাকপুর-আড়ুয়া-গাজীরহাট টু মহিষদিয়া-বারাসাত-মোল্যাডাঙ্গা সড়ক। এ সড়কটির আনুমানিক দৈর্ঘ্য ৪০ কিমি। যার সিংহভাগ সড়ক দিঘলিয়া উপজেলার মধ্যে এবং দিঘলিয়ার অংশের মধ্যে নগরঘাট- আড়ুয়া-গাজীরহাট সড়কটি যানবাহনসহ পথচারীদের যাতায়াতে অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার ওপর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গায় রাস্তার কার্পেট উঠে ভ্যান, ইজিবাইকসহ নানা যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালিয়া, গোপালগঞ্জ, নড়াইলসহ খুলনার এ অঞ্চলের লক্ষাধিক লোক এ রাস্তা দিয়ে যাতায়াত করে। খুলনা সড়ক ও জনপথ (সওজ) নিয়ন্ত্রণাধীন এ সড়কটি জন দুর্ভোগ লাঘবে দ্রুত উন্নয়ন কর্মসূচির আওতায় এনে রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেওয়া উচিৎ। এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল এ প্রতিবেদককে জানান, এ সড়কটি আমাদের আওতার বাইরে। খুলনা সড়ক ও জনপথ (সওজ) এর সাথে আলাপ করতে হবে।

খুলনা সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী এ প্রতিবেদককে জানান, সড়ক ও জনপথ বিভাগ বড় বড় সড়ক বাস্তবায়ন করে। উক্ত রাস্তাটি পূণরায় সংস্কারের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সে পরিমাণ অর্থ নেই। এ সড়কটি সংস্কারের দাবী বিবেচ্য বিষয়। আমরা এ বিষয়টা উপর মহলে জানাবো। অর্থ বরাদ্ধ সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে