থানায় মামলা

আশাশুনাতে ৩ দলিল লেখকের অফিসে চাঁদাদাবী ও লাঞ্চনা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৭:৫৭ পিএম
আশাশুনাতে ৩ দলিল লেখকের অফিসে চাঁদাদাবী ও লাঞ্চনা

আশাশুনিতে একইদিনে ৩ দলিল লেখকের অফিসে গুন্ডামী, চাঁদা দাবী, লাঞ্চিত করা ও হুমকী ধামকীর ঘটনা ঘটেছে। এব্যাপারে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিন থেকে স্থানীয় দলিল লেখকরা কলম বিরতি পালন করে আসছে। 

আশাশুনি গ্রামের মৃত বাসুদেব চন্দ্র মন্ডলের ছেলে দলিল লেখক কৃষ্ণপদ মন্ডল বাদী হয়ে দায়েরকৃত এজাহার (নং ০৮ তাং ১৬/০৫/২০২৫) সূত্রে জানাগেছে, আশাশুনি সদরের আবু বক্কারের ছেলে আসামী নাজমুল হোসেন ও অজ্ঞাতনামা ৪/৫ জন একদলীয় পেশাদার চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। উপজেলা মোড়ে জনৈক আঃ বারীর হোটেলের পাশে বাদীর দলিল লেখার অফিস আছে। গত ১২ মে বেলা ১১ টার দিকে আসামীরা অফিসে গিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং বলে দলিল লিখতে হলে তাকে প্রতিমাসে দলিল বাবদ কমিশন দিতে হবে। তারা চাঁদার দাবীতে হুমকী ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়। বিকাল ৩ টার দিতে বাদী ঘর থেকে বেরিয়ে রাস্তায় গেলে তার গতিরোধ করে গালিগালাজ করে এবং চাঁদার টাকা না দেওয়া পর্যন্ত যেতে দেবেনা জানিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে বাই সাইকেলসহ ধাক্কা মেরে ফেলে দেয়। বাজারের লোকজন ঘটনাস্থলে পৌছলে ৭দিনের মধ্যে টাকা যোগাড় করে রাখারর কথা বলে খুন যখমের হুমকী দিয়ে তার (আসামী) ছবি অফিসে বাঁধিয়ে রাখতে হুঙ্কার দিয়ে চাঁদা না দিলে অফিস খুলবিনা আস্ফালন করে চলে যায়। আসামীরা দলিল রেজিঃ করতে আসা দ্বাতা গ্রহিতাদের খুন জখমের হুমকী ও শারীরিক লাঞ্চনা করে টাকা আদায় করে থাকে। এজাহারে বলা হয়েছে, একইদিন দলিল লেখক পরিমল কুমার সানা ও শুষেন চন্দ্র মল্লিকের অফিসে গিয়ে আমামীরা ৫০ হাজার ও ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে। ফলে দলিল লেখকরা নির্বিঘ্নে কাজ করতে পারছেনা, নিরাপত্তাহীনতায় ভুগছে। এব্যাপারে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং দলিল লেখকদের আত্মসম্মার রক্ষা ও নিরাপত্তাবিধানের জন্য জোর দাবী জানান হয়েছে। সাথে সাথে ব্যবস্থা গ্রহন না হওয়া পর্যন্ত দলিল লেখকরা কলম বিরতি পালন করে আসছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে