আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রামে আদালতেন আদেশ অমান্য করে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
রামনগর গ্রামের নূর ইসলামের ছেলে হাবিবুর রহমান জানান, রামনগর মৌজায় ৭৩৬ নং খতিয়ানে ১৯৬৬ দাগে ৩০ শতক জমিতে তাদের ঘরবাড়ি রয়েছে। প্রতিবেশী সাদেক, মাজেদ, ইসমাইলদের সাথে তাদের জমাজমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব আছে। এনিয়ে উভয় পক্ষ মামলা রয়েছে। আঃ মালেক বাদী হয়ে অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় ১৪৫ ধারায় পি-১৬৪২/২৪ নং মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত দেং ০২/২০২৪ নং মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে যে যে অবস্থায় আছে সে সে অবস্থায় দখল বজায় রাখতে বলেন। এবং ওসি আশাশুনি থানাকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু আদালতের নির্দেশ অবমাননা করে শুক্রবার (১৬ মে) সকাল ৮ টার দিকে সাদেক, মাজেদ, ইসমাইল, লিটন ও মঞ্জুরুল দলবদ্ধ হয়ে ভাংচুর করে এবং জবর দখল করে।