রাবির আওয়ামীপন্থী কর্মকর্তাকে আটক করে পুলিশে সোর্পদ

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৭:৫৯ পিএম
রাবির আওয়ামীপন্থী কর্মকর্তাকে আটক করে পুলিশে সোর্পদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে কর্মরত সহকারী রেজিস্ট্রার আলী নাসায়ের ইমনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জামায়াত কর্মীরা। শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বিনোদপুর বাজার থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। জানা গেছে, নাসায়ের নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তাকে প্রথমে মতিহার থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। পরে মতিহার পুলিশ তাকে বোয়ালিয়া থানায় পাঠায়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, মতিহার থানা থেকে তাকে বোয়ালিয়া থানায় পাঠানো হয়েছে। তার নামে ৫ আগস্টের পর মামলা হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বোয়ালিয়া থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।রাবির আওয়ামীপন্থী কর্মকর্তাকে পুলিশে সোর্পদ
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে