রংপুরের পীরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন ‘জিয়া পরিষদ’ এর মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদের উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সবগঠিত জিয়া পরিষদের উপজেলা শাখার আহবায়ক প্রভাষক শেখ ফরিদের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম সোনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জিয়া পরিষদের আহবায়ক আমজাদ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম আশরাফুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের উপজেলা যুগ্ম আহবায়ক রফিকুল বারী, জেলা সদস্য কৃষিবিদ দেলবর রহমান, শহিদুল ইসলাম, প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং শেষে দোয়া পরিচালনা করেন জিয়া পরিষদের সদস্য সচিব শফিকুল ইসলাম সোনা।