পাকুন্দিয়ায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবককে কারাদণ্ড

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৮:১৩ পিএম
পাকুন্দিয়ায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবককে কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে জুবায়েত (২১) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (১৭ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এ রায় দেন। জুবায়েত উপজেলার চরটেকী নামাপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে। 

জানা যায়, নবম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ের যাওয়া-আসার সময় প্রায়ই জুবায়েদ ইভটিজিং করে আসছিল। এ বিষয়ে স্কুল ছাত্রীর পরিবারের লোকজন অভিযুক্তের পরিবারসহ এলাকার গন্যমান্য লোকজনদের নিকট বিচারপ্রার্থী হলে তারা কোন প্রতিকার পায়নি। পরে স্কুল ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায়  অভিযুক্ত জুবায়েতকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে