রিয়াল মাদ্রিদে ৫০ মিলিয়ন পাউন্ডে তরুণ স্প্যানিশ ডিফেন্ডার হুইজসেন

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৮:২৩ পিএম
রিয়াল মাদ্রিদে ৫০ মিলিয়ন পাউন্ডে তরুণ স্প্যানিশ ডিফেন্ডার হুইজসেন

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগ শক্তিশালী করতে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে দলে টেনেছে প্রতিভাবান সেন্টার-ব্যাক ডিন হুইজসেনকে। বোর্নমাউথ থেকে রিলিজ ক্লজের মাধ্যমে মাত্র এক মৌসুম খেলে আলো ছড়ানো এই ডিফেন্ডারকে দলে ভেড়াতে লস ব্ল্যাঙ্কোসরা ব্যয় করেছে ৫০ মিলিয়ন পাউন্ড।

বৃহস্পতিবার (১৬ মে) ক্লাবটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বোর্নমাউথ ও রিয়াল মাদ্রিদের মধ্যে হুইজসেনের দলবদল নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী পহেলা জুন ২০২৫ থেকে শুরু করে ৩০ জুন ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তিতে হুইজসেন বার্নাব্যুতে খেলবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বোর্নমাউথে যোগ দেওয়ার সময় হুইজসেনের চুক্তিতে একটি রিলিজ ক্লজ রাখা হয়েছিল, যার পরিমাণ ছিল ৫০ মিলিয়ন পাউন্ড। মাদ্রিদ সেই রিলিজ ক্লজ কার্যকর করেই হুইজসেনকে দলে নিয়েছে। চুক্তির অর্থ তিন কিস্তিতে পরিশোধ করবে রিয়াল। এর একটি অংশ পাবে হুইজসেনের সাবেক ক্লাব জুভেন্টাস (১০ শতাংশ) ও মালাগা (৫ শতাংশ)।

মাত্র ২০ বছর বয়সেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হুইজসেন। ২০২৪ সালে জুভেন্টাস থেকে ১২.৮ মিলিয়ন পাউন্ডে বোর্নমাউথে যোগ দেন তিনি। সেখানে নিজের প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি ম্যাচ খেলে করেন ৩টি গোল। তার এই পারফরম্যান্স নজর কাড়ে ইউরোপের বড় ক্লাবগুলোর।

চেলসি, আর্সেনাল, লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডও হুইজসেনকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে সবাইকে ছিটকে ফেলে তরুণ এই স্প্যানিশ ডিফেন্ডার পাড়ি জমাচ্ছেন রিয়াল মাদ্রিদে।

নেদারল্যান্ডসে জন্ম নেওয়া হুইজসেন মাত্র পাঁচ বছর বয়সে পরিবারসহ স্পেনে চলে আসেন। ফুটবলের হাতে খড়ি মালাগার ইয়ুথ একাডেমিতে। পরে পাড়ি জমান জুভেন্টাসে। আন্তর্জাতিক পর্যায়ে তিনি স্পেনের জাতীয় দলের হয়ে অভিষেক করেন মার্চে নেশন্স লিগের ফাইনাল ফোরে, যেখানে স্পেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামে।

এই মৌসুমে ইনজুরি ও পারফরম্যান্স সংকটে রিয়াল মাদ্রিদের রক্ষনভাগ বেশ দুর্বল ছিল। ডেভিড আলাবা ও এডার মিলিটাও ইনজুরি কাটিয়ে ফিরলেও ডানি কারভাহাল এখনো পুরোপুরি সুস্থ নন। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৪টি ম্যাচে হেরেছে রিয়াল এবং কোনো বড় শিরোপাও জিততে পারেনি। এমন পরিস্থিতিতে হুইজসেনের মতো প্রতিভাবান ডিফেন্ডারকে দলে ভেড়ানোকে বড় সাফল্য হিসেবে দেখছে মাদ্রিদ।

রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি এই চুক্তি নিয়ে বলেছেন,

“সে দুর্দান্ত একজন তরুণ খেলোয়াড়। তার মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। নিঃসন্দেহে এটা রিয়ালের জন্য একটি সেরা চুক্তি।”

আসন্ন গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। আগামী ১৮ জুন মিয়ামিতে আল-হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের যাত্রা শুরু হবে। ধারণা করা হচ্ছে, সেই আসরেই নতুন জার্সিতে অভিষেক ঘটবে হুইজসেনের।

চলতি মৌসুম শেষে রিয়ালের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেবেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন বায়ার লেভারকুসেনের কোচ জাভি আলোনসো। বিবিসি জানিয়েছে, হুইজসেনকে দলে নেওয়ার ক্ষেত্রে আলোনসোর আগ্রহও বড় ভূমিকা রেখেছে।