বাংলাদেশি ও জার্মান গল্পে অনন্য সন্ধ্যা

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৮:৩১ পিএম
বাংলাদেশি ও জার্মান গল্পে অনন্য সন্ধ্যা

দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরলো ‘সিনে সন্ধ্যা’। রোববার ঢাকার গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত এই বিশেষ চলচ্চিত্র সন্ধ্যায় প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-দুটি বাংলাদেশি এবং একটি জার্মান সিনেমা। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে সমাজ, ব্যক্তি ও বাস্তবতার টানাপোড়েনের গল্প।

প্রদর্শিত সিনেমাগুলো:

১। ছুরত (পরিচালনা: গোলাম রাব্বানী)

২০২৩ সালে নির্মিত এ চলচ্চিত্রে উঠে এসেছে মানুষের বহুরূপী সত্তা ও তার সামাজিক প্রতিচ্ছবির টানাপোড়েন। নিজের অস্তিত্বকে আলাদা আলাদাভাবে প্রকাশের যে প্রয়াস, সেটাই এই ছবির মূল প্রতিপাদ্য।

২। আনটাং (পরিচালনা: গোলাম রাব্বানী)

২০২৪ সালের শুরুতে নির্মিত এই চলচ্চিত্রে মুখ্য হয়ে উঠেছে মানুষের বাক-স্বাধীনতা ও মৌলিক অধিকার। কথাবার্তার স্বাধীনতা কিভাবে ব্যক্তি ও সমাজকে বদলে দিতে পারে-সেই বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে এ ছবি।

এই দুই ছবিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, নওশাবা আহমেদ, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন এবং মানিক সাহাসহ আরও অনেকে।

৩। লিভসডিংস (পরিচালনা: অনিকা ডেকার, জার্মানি)

এই জার্মান চলচ্চিত্রটি কেন্দ্র করে তৈরি হয়েছে এক তারকাব্যক্তিত্বের গণমাধ্যম ও সমাজের মুখোমুখি হওয়ার কাহিনি। কুৎসিত এক প্রচারণার শিকার হয়ে জনপ্রিয় তারকা মারভিন কিভাবে মানসিক চাপে পড়েন এবং পালাতে বাধ্য হন, সেই মানবিক টানাপোড়েনের গল্পই ‘লিভসডিংস’-এ ফুটিয়ে তোলা হয়েছে।

এই ছবিতে অভিনয় করেছেন মার্কো আলব্রেখট, আলমিলা বাগরিয়াচিক, পেরি বাউমাইস্টারসহ একঝাঁক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী।

গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, “দীর্ঘ বিরতির পর ফিরছে আমাদের নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী সিরিজ ‘সিনে সন্ধ্যা’। নতুন গল্প ও ভাবনার অনুপ্রেরণায় এই আয়োজন আবারও হয়ে উঠুক চিন্তার খোরাক।”

আপনার জেলার সংবাদ পড়তে