‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে রানি, সুহানার চরিত্র ঘিরে চমক

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৮:৩১ পিএম
‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে রানি, সুহানার চরিত্র ঘিরে চমক

বলিউড বাদশা শাহরুখ খান তাঁর নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন আগামী সোমবার থেকে। দীর্ঘ সময় পর এই সিনেমায় তাঁকে একসঙ্গে দেখা যাবে তাঁর বহু আলোচিত সহঅভিনেত্রী রানি মুখার্জি-র সঙ্গে। এদিকে বড় পর্দায় প্রথমবারের মতো অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানা খান-এর। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, সুহানার মা চরিত্রে পর্দায় আসতে পারেন রানি মুখার্জি।

এর আগে ধারণা করা হচ্ছিল, সুহানার মা চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। তবে ভারতীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, চিত্রনাট্যে পরিবর্তনের কারণে দীপিকার পাশাপাশি রানিকেও দেখা যাবে, এবং সম্ভবত তিনিই হবেন সুহানার মা। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রানি মুখার্জি এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করলেও, চরিত্রটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গেছে, চিত্রনাট্য শুনেই তিনি কাজের সম্মতি দিয়েছেন এবং পাঁচ দিনের শুটিং করবেন।

সিনেমাটির কাহিনিতে উঠে আসবে এক শহরের অপরাধ জগতের কাহিনি। শহরের রাজত্ব চালাচ্ছেন এক কুখ্যাত ডন, যার আদেশে চলছে অপরাধ সাম্রাজ্য। তাঁর অনুগত শিষ্যার ভূমিকায় দেখা যাবে শাহরুখকে, আর সেই শিষ্যা চরিত্রেই অভিনয় করবেন সুহানা।

এ সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন (খলনায়ক চরিত্রে), অভয় ভার্মা, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও অর্জুন ওয়ারসি।

প্রথমে শোনা গিয়েছিল, সিনেমাটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। পরে সিদ্ধান্ত হয়, ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দ থাকবেন সিনেমাটির অ্যাকশন দৃশ্যের পরিচালনায়, তবে মূল পরিচালক হিসেবে থাকছেন সুজয় ঘোষই।

সংলাপ লিখেছেন আব্বাস টায়ারওয়ালা এবং সংগীত পরিচালনা করছেন দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দর, যিনি ‘জওয়ান’ সিনেমার জন্যও কাজ করেছেন।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, সিনেমাটির শুটিং হবে ভারত ও ইউরোপের বিভিন্ন লোকেশনে। বড় বাজেটের এই প্রজেক্টে আন্তর্জাতিক মান বজায় রাখতে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। নির্মাতারা সিনেমাটি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।

দর্শকদের জন্য এই সিনেমা একাধিক কারণেই বিশেষ। শাহরুখ-সুহানা প্রথমবার পর্দা ভাগ করছেন, আবার শাহরুখ-রানির জনপ্রিয় ‘রাহুল-টিনা’ জুটিও বহু বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন। শেষবার তাঁদের একসঙ্গে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় দেখা গিয়েছিল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাভি আলবিদা না কেহ না’ ছবিতে।

সব মিলিয়ে ‘কিং’ সিনেমা বলিউডে আগামী বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হতে চলেছে।

আপনার জেলার সংবাদ পড়তে