বহুল প্রতীক্ষিত বলিউড কমেডি সিরিজ ‘ধামাল’ আবার ফিরছে বড় পর্দায়, আর এবারও সঙ্গে নিয়ে আসছে হেসে গড়াগড়ি খাওয়ার মতো মজার মুহূর্ত। বৃহস্পতিবার নির্মাতারা ঘোষণা দিয়েছেন, সিরিজের চতুর্থ পর্ব ‘ধামাল ৪’ মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ঈদে।
প্রথম ‘ধামাল’ মুক্তি পায় ২০০৭ সালে, যার অমলিন জনপ্রিয়তা এরপর ‘ডাবল ধামাল’ (২০১১) ও ‘টোটাল ধামাল’ (২০১৯)-এর মধ্য দিয়ে বজায় থেকেছে। সেই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে চতুর্থ কিস্তি।
নতুন ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন, যিনি ‘টোটাল ধামাল’ থেকেই সিরিজের সঙ্গে যুক্ত। তার সঙ্গে থাকছেন আগের পরিচিত মুখ রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি।
এইবার নতুন করে যুক্ত হয়েছেন আরও কয়েকজন প্রতিশ্রুতিশীল অভিনেতা ও অভিনেত্রী, যেমন- সাঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বিবিসি জানিয়েছে, ছবির প্রথম ধাপের শুটিং ইতোমধ্যেই মালশেজ ঘাটে সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে দ্বিতীয় লটের শুটিং মুম্বাইয়ে।
তবে এই ছবির কাস্টিং নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভক্তদের মধ্যে। বিশেষ করে এই পর্বে সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও বোমান ইরানি-র অনুপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে বিরক্তি প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক মন্তব্যে দেখা গেছে তাদের হতাশা-
“সঞ্জু বাবা কোথায়?”
“পুরনো টিম ছাড়া ধামাল ঠিক জমছে না!”
‘ধামাল ৪’ পরিচালনা করছেন আগের পর্বগুলোর মতোই ইন্দ্র কুমার। প্রযোজনায় রয়েছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক।
প্রযোজনা করছে দেবগন ফিল্মস, টি-সিরিজ, মারুতি ইন্টারন্যাশনাল ও প্যানোরামা স্টুডিওজ।
এই ছবির পাশাপাশি অজয় দেবগন কাজ করছেন আরও দুই বড় প্রকল্পে। ‘সন অফ সরদার ২’- যেখানে তার সঙ্গে আছেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, মৃণাল ঠাকুর ও জুহি চাওলা এবং ‘দে দে প্যায়ার দে ২’- এখানে অভিনয় করছেন রাকুল প্রীত সিং ও আর মাধবনের সঙ্গে। প্রতিবেদন: বিবিসি, ইন্ডিয়া টুডে ও অন্যান্য সূত্রে