ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০২:২২ পিএম
ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

জামালপুরের ইসলামপুর উপজেলায় মুখ শিমলা এলাকয় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীরা জানায় উপজেলায় মুখ শিমলা এলাকায় মকবুল হোসেনের সাথে একই এলাকার বাসিন্দা মৃত সিরাজুল হকের ছেলে  মোঃ আলম গং দের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারে।

মামলা সূত্রে জানা যায় ইসলামপুর উপজেলার গামারীয়া মৌজার আরওয়ার ১নং খতিয়ানভুক্ত দাগ নং ১০৩৭ এবং বিআরএস ১নং খতিয়ানভুক্ত দাগ নং ৩০৯১। জমির পরিমাণ দেড়শ শতাংশ। এই জমি বাংলাদেশ সরকারের নামে রেকর্ড ভুক্ত হলে পরবর্তী সহকারী কমিশনার (ভূমি) ইসলামপুর তিনি বিগত ০৫-০৫-১৯৮৩ ইং তারিখে সিরাজুল ইসলামের নামে ২৪৬১ নং কবুলত নামা দলিলমুলে হস্তান্তর করে দখলাদি বুঝিয়ে দেন।

সিরাজুল ইসলাম দলিল মূলে মালিক হয়ে ভোগ দখলকার থাকা অবস্থায় বিগত ০৫-০৭-১৯৮৩ ইং তারিখে ৩২ ৩৫ এবং ৩২৩৬ নং হেবাবেলওয়াজ নামা দলিল মূলে যথাক্রমে আব্দুল বারি খান এবং আব্দুল খালেক খান এর কাছে ১'৫০ শতাংশ জমি হস্তান্তর করে সমস্ত জমিরদখলাদি বুঝিয়ে দেন। উল্লেখিত বিরোধপূর্ণ জমি বিভিন্ন সময় সাবকবলা দলিল মূলে পর্যায়ক্রমে মুখসিমলা গ্রামের বাসিন্দা মৃত চান মহেশ শেখের ছেলে মোঃ মকবুল হোসেন ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখল করতে  থাকেন। এমতাবস্থায় অবস্থায় সরকারি জমি কবুলত নামা মালিক হয়ে বিক্রয়কারি মৃত সিরাজুল হকের ছেলে মোঃ আলম মেয়ে আনারকলি ও নাসিমা বেগমের নামে পুনরায় তহসিল অফিস থেকে খাজনা খারিজ করে নাম জারি করে দেন।

এতেই সৃষ্টি হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা।

বর্তমানে বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও উভয়পক্ষের মধ্যে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারে বলে এলাকাবাসীরা অভিমত ব্যক্ত করেছেন। তাই এলাকা বাসীর দাবি স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করছেন সকলেই।

আপনার জেলার সংবাদ পড়তে