শিক্ষার্থীদের ২৪ঘন্টার আলটিমেটাম

রাজারহাটে প্রধান শিক্ষককে মারধর করায় মানববন্ধন

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০২:৪১ পিএম
রাজারহাটে প্রধান শিক্ষককে মারধর করায় মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাটে শিশু নিকেতন ফুলখাঁর চাকলার প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র পালের উপর অতর্কিত হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৮মে) দুপুরে রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে ওই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ মানববন্ধনে অংশগ্রহন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র পালকে মারপিটের প্রতিবাদ জানিয়ে দূষ্কৃতিকারীদের শাস্তি দাবী করেন ওই প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির শিক্ষাথী নুসরাত ফারিহা, ৫ম শ্রেণির বৈশাখী আক্তার ও অর্পিতা রায়, ৭ম শ্রেণির গোবিন্দ চন্দ্র, ৩য় শ্রেণির সার্থক রায়, ৬ষ্ঠ শ্রেণির রোজামনি ও অন্যান্যা মহন্ত, শিক্ষক অতুল চন্দ্র রায়, শহিদুল ইসলাম, আদরী বেগম, আক্তারা খাতুন লিপি ও সবুজ কুমার রায়। বক্তারা বলেন, ২৪ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার না করলে লাগাতার আন্দোলন করা হবে। উল্লেখ্য, গত ১৫মে বিকাল ৩টায় গোবিন্দ চন্দ্র পাল(৪৫)কে প্রতিষ্ঠানের পাশে অর্জূন মিশ্র গ্রামের আজাদ আলী(৫৫) ও তার লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সর্জ্জিত হয়ে এসে শিশু নিকেতনের পাশে অর্তকিত হামলা চালিয়ে গুরত্বর আহত করে। এসময় তার পকেটে থাকা ২লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।  এ ঘটনায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত রোববার(১৮মে) দুপুর ১টায়ও পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি। রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন, পুলিশী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে