গজারিয়ার মুদারকান্দি গ্রামে পুলিশের হস্তক্ষেপে গানের আসর বন্ধ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৪:০৬ পিএম
গজারিয়ার মুদারকান্দি গ্রামে পুলিশের হস্তক্ষেপে গানের আসর বন্ধ

মুন্সিগঞ্জের    গজারিয়া বালুয়াকান্দি মুদারকান্দি গ্রামে পুলিশের  হস্তক্ষেপে বন্ধ হল গানের আসর। রবিবার গজারিয়া বালুয়াকান্দি ইউনিয়নের জনসাধারণ ও আলেম ওলামায়ে এবং ফেসবুকে ভাইরাল হওয়া বিষয়টি নিয়ে মত বিনিময় করে স্মারকলিপি গজারিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর দেন এরপরে তিনি তাদেরকে আশ্বাস দেন এবং অনুষ্ঠানটি বন্ধ করে দেন। 

গজারিয়া বালুয়াকান্দি ইউনিয়নের  মুদারকান্দি গ্রামের বর্ষা পাগলার মাজারে দেশীয় অস্রসহ নাচ গানের ভিডিও ভাইরাল হওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে ওশর উপলক্ষ্যে গানের আসর। এ বিষয় স্থানীয়'রা ও আলেম ওলামায়ে কেরাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওসি আনোয়ার আলম আজাদকে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ বলেন বিষয়টি নিয়ে বালুয়াকান্দি ইউনিয়নের জনসাধারণ ও আলেম ওলামায়ে আমার কাছে আসে তাদের সাথে কথা বলে আমি বন্ধুর ঘোষণা দেই।

আপনার জেলার সংবাদ পড়তে