গফরগাঁওয়ে স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিভাগীয় উপ-পরিচালক

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৪:০৯ পিএম
গফরগাঁওয়ে স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিভাগীয় উপ-পরিচালক

ময়মনসিংহের গফরগাঁওয়ে গত শনিবার সকালে ভাষা শহীদ আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপ- পরিচালক জালাল উদ্দিন।

এসময় গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূঁইয়া, ভাষা শহীদ আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হাবিবুর রহমান কাজল উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বিদ্যালয় শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নেয়া এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। বিদ্যালয় পরিদর্শনে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে