বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৪:২৬ পিএম
বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

গজারিয়ায় বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মহসিন ওভারসীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, পুরান বাউশিয়া গ্রামের কৃতি সন্তান মো: সাইদুর রহমান শিকদার মহসিন। 

রবিবার(১৮মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত বিদ্যালয় এডহক কমিটি তে উনাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ,উপজেলা বি,এন,পি'র যুগ্ম আহবায়ক ইঞ্জি:মকবুল আহম্মেদ রতন ও শিক্ষক সদস্য মোহাম্মদ মোখলেছুর রহমান। 

জানা যায়, মো: সাইদুর রহমান শিকদার মহসিন উপজেলার পুরান বাউশিয়া গ্রামের শিকদার বাড়ির মৃত আব্দুস সামাদ শিকদার এর ছেলে তিনি দীর্ঘদিন যাবৎ ব্যবসার পাশাপাশি,সামাজিক ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।

সভাপতি মনোনীত হওয়ায় মো:সাইদুর রহমান শিকদার মহসিন বলেন,এই শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে রয়েছে আমাদের পারিবারিক সম্পর্ক, দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি,ইনশাআল্লাহ এখন নিজের সর্বোচ্চ মেধা ও সময় বিনিয়োগ করবো।

আপনার জেলার সংবাদ পড়তে